গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুদের টাকা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাছবাড়ী ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বংকুরা গ্রামের রিয়াজুল নামের একজনের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক সুদে টাকা নেয়। সেই টাকা সময়মতো পরিশোধ না করায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। প্রায় দুই ঘণ্টা টানা সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়।