নেত্রকোনার আটপাড়া উপজেলায় পিকআপ ভর্তি ভারতীয় জুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ইউনিয়নের মনসুরপুর গ্রামের বাসিন্দারা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। দুইজন হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটার বাড়ি ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ মামুন মিয়া। একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পিকআপ চালক চন্দন মিয়া।
জানা গেছে, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ ভারতীয় ২১৫ কেস জুস নিয়ে বারহাট্টা-আটপাড়া হয়ে নান্দাইলের দিকে যাচ্ছিলো। জব্দ করা জুসের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। প্রত্যক্ষদর্শী খন্দকার ইমন নামের একজন জানান, গাড়িটির গতিবিধি অস্বাভাবিক ছিল। এতে সন্দেহ হলে গাড়িটিকে থামানো হয়। পরে দেখা যায় পিকআপটি ভারতীয় পণ্য বোঝাই রয়েছে।