পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে খাবারের সাথে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগ উঠিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে। এই বিষয়ে শনিবার বিকেল তিনটার দিকে বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে ছোট ভাই। এর আগে শুক্রবার বিকেলে জেলার কলাপাড়া চরণামতি এলাকায় এর ঘটনা ঘটে।
গরুর মালিক বেলাল শরীফ অভিযোগ করেন, তার বড় ভাই দুলাল শরীফ জমিজমা নিয়ে বিরোধের জেরে এই গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করেছে। তিনি জানান, গত শুক্রবার দুপুরের দিকে প্রতিদিনের মতো তার গরুগুলো মাঠ থেকে ঘাস খেয়ে গোয়ালে ফিরে আসে। এরপর হঠাৎ করেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান, গরুগুলোর শরীরে বিষ প্রয়োগের প্রমাণ মিলেছে।
বেলাল জানান, এ ঘটনার পর একে একে তিনটি গরুই মারা যায়। এছাড়া ওই তিনটির সাথে আরও একটি গরু ছিল যেটির অবস্থা আশঙ্কাজনক। চারটি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি করেছেন মালিক বেলাল শরীফ। এ ঘটনায় বেলাল শরীফ মহিপুর থানায় বড় ভাইকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।