ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাচ্ছিল। আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এর দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।