রাজধানীর হাজারীবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ১৬ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল আহমেদ। শনিবার রাত পৌনে এগারোটার দিকে আমরা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এর ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় রাসেলকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ১২ টার দিকে মৃত্যু ঘোষণা করে। নিহত রাসেল একটি হোটেলে কাজ করতো।
তার মামা হুমায়ুন কবির জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। বর্তমানে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া থাকেন। রাত ১১টার দিকে রাসেলের বাবা জুয়েল রানা নিজে তাদেরকে ফোন দিয়ে জানায়, সে তার ছেলে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার অবস্থা ভাল না, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় রাসেলকে দেখতে পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হুমায়ুন কবির আরও জানান, তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেজ। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদরাসা ছাত্র। তারা দুজন গ্রামের বাড়িতে থাকে। রাসেল আর তার বাবা জুয়েল ঝাউচারের ওই বাসার নিচ তলায় ভাড়া থাকেন। আর রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী।