মেয়র পদে ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তার সমর্থকেরা। প্রধান উপদেষ্টা কে দায়িত্ব নিয়ে এ সংকট সূরাহার আহ্বান জানিয়েছে বিএনপি নেতা ইসরাফ হোসেন। রবিবার বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন। একইসাথে জানান, এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না। তবে, দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে।
এসময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার অপরাজনীতির কারণেই এখন পর্যন্ত শপথ হচ্ছে না। সরকারকে যতো দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানান এ বিএনপি নেতা।