দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে চালানো এই হামলায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার খবরও পাওয়া গেছে।
ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হাইফায় মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে শনিবার ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় বলে দাবি করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এর অন্যতম লক্ষ ছিল হাইফা ও তেল আবিব।
রেসকিউ সার্ভিসও জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে রওনা দিয়েছে।