ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘণ্টায় ইরানে ইসরায়েলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন।
এক্স পোস্টে তিনি জানান, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং ১ হাজার ২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।
১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।