কুমিল্লা সদর উপজেলায় কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অর্থ ও বিস্ফোরক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তার নাম আবেদ বয়স ২৬ বছর। তিনি কুমিল্লার আলোচিত সন্ত্রাসী রেজাউলে বন্ধু হিসেবে পরিচিত।
গ্রেপ্তার শিমুল কুমিল্লা সদরের কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। র্যাব জানায়, শিমুল দীর্ঘদিন ধরে কুমিল্লার আলোচিত সন্ত্রাসী চাপাপুর এলাকার রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে আসছিলেন। একসময় এই রেজাউল কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীতে তিনি নিজেকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এই চক্রটি অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।