গেল ১৪ই জুন লন্ডনে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ও বিএনপির তারেক রহমান। সেখানে তাদের দেড় ঘন্টা ব্যাপক বৈঠক চলে রাজনৈতিক বিষয় নিয়ে। আগামী ডিসেম্বর ও এপ্রিলের মাঝামাঝি ভোট আয়োজনের ব্যাপারে বিএনপি হা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ড. মুহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ড. মুহাম্মদ ইউনূসের সহায়তা প্রত্যাশা করে বিএনপি। বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি প্রস্তাব গ্রহণ করেছে কি না তা জানি না। তবে তিনি প্রস্তাবগুলোর গুরুত্ব অনুধাবন করবে বলে মনে করি।