গত ১৫ বছরে বাংলাদেশের সংঘটিত ঘুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে তদন্ত প্রক্রিয়াটি আরো শক্তিশালী হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম ও নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ ভাইস চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের কর্মকর্তারা গুমের ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে এ বাংলাদেশের অনুসমর্থনের কথা উল্লেখ করে তারা বলেন, এ ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তারা গঠিত অনুসন্ধান কমিশনের কাজ ও অঙ্গীকারের প্রশংসাও করেন।
প্রধান উপদেষ্টা জানান, সরকার কমিশনের মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়াচ্ছে। তিনি বলেন, তাদের নানাভাবে হুমকি দেয়া হয়েছে, তারপরও তারা গুরুত্বপূর্ণ একটি কাজ করছে। তারা সর্বশেষ প্রতিবেদন জমা দেয়ার পর আমি বলেছিলামদর্শনার্থীদের জন্য যেন একটি ভয়ের জাদুঘর করা হয়। আমাদের আপনাদের সহায়তা দরকার। আমাদের সহযোগিতা ও অংশীদারিত্ব দরকার।