ইরান ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান ইরানের সাথে সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বেলুচিস্থান প্রদেশের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। তিনি বলেন পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম আপাতত স্থগিত করেছে। পাকিস্তান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকিবে। সীমান্তে বাণিজ্য কার্যক্রমে কোন নিষেধাজ্ঞা নেই। এমনকি যেসব পাকিস্তানি নাগরিক ইরানে অবস্থান করেছেন তারা দেশে ফিরতে পারবেন। ১৬ই জুন ২০০ এরও বেশি পাকিস্তানি শিক্ষার্থী ফেরার ইঙ্গিত প্রকাশ করেছেন তিনি।
গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান-ড্রোন-মিসাইল হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়। হতাহত হয় বহু মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ২২০ জনে দাঁড়িয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও ৯শ’ জনের মতো।