ঝিনাইদহের শংকরপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন নামের এক বাবার মৃত্যু হয়েছে। পেশায় তিনি কৃষক ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল দশটার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০ টার দিকে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সাথে নিয়ে মাঠে মরিচের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় ফয়সাল আকষ্মিকভাবে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন মারা যান। পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে ফিরে গিয়ে নিজেই তার মাকে ঘটনা জানান ছেলে ফয়সাল। এসময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে শাহাদতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।