বগুড়ায় ধোনাট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাত ৯টায় পুলিশ অভিযান চালিয়ে শ্যামগাঁতী গ্রামে আপেল মাহমুদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেছে।
জানা যায়, শ্যামগাঁতী গ্রামের আপেল মাহমুদ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি গবাদিপশুর ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় অন্যান্য দিনের ন্যায় রোববার রাতে নিজের বাড়ির একটি ঘরে মাদক সেবনের আসর বসায়। সেখানে আপেলসহ ৫ জন বসে ইয়াবা ট্যাবলেট সেবন করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।