ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মেহেরী ইউনিয়নের শিমরাইল এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় মেহেরী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল এবং একই ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হন কামাল মিয়া , জসিম উদ্দিন, কিবরিয়া ও সুমন মিয়া। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘরবন্দী হয়ে পড়েন। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর একটি টিমও সেখানে ছুটে যায়। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।