মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় কাঁপছে বৈশ্বিক অর্থবাজার। ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘর্ষ পঞ্চম দিনে গড়াতেই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে দোলাচল দেখা দিয়েছে। শেয়ারবাজারে দেখা দিয়েছে অস্থিরতা, তেলের দামে লেগেছে ঊর্ধ্বগতি।
বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন এবং জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মাঝে জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) তাদের বন্ড ক্রয়ের গতি ধীর করার ঘোষণা দিয়েছে, যা বাজারে অতিরিক্ত সতর্কতা এনেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে ইরানের রাজধানী তেহরান থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সফর সংক্ষিপ্ত করে তিনি ওয়াশিংটনে ফিরে গেছেন। হোয়াইট হাউসের এক সূত্র জানিয়েছে, ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদকে পরিস্থিতি কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।