পাবনার চাটমোহরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জোনাইলের লেদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নিজেদের মোটরসাইকেল চালিয়ে ভান্ডারদহ এলাকায় যাচ্ছিল আরাফাত হোসেন। পথিমধ্যে লেদ মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র আরাফাত।