রাজধানীর মিরপুরে দিনের দুপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই এর ঘটনায় ছয় জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অর্থ, অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি জানায়, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্ত করে ডিবি।