হবিগঞ্জের মাধবপুরে সুমাইয়া আক্তার নামে নয় বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এর দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনুমিয়ার মেয়ে।
সোমবার সন্ধ্যায় শিশু সুমাইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে এক্তিয়ারপুর গ্রামের ফাঁকা মাঠে ফেলে দেয়। পরে তার স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা যাওয়ার পথে রাত ১টার দিকে সুমাইয়া মারা যায়।