শিরোনাম:
রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেনো অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল জয়পুরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ছেলে দগ্ধ গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা গ্যাস বিস্ফোরণের স্ত্রী সন্তানের পর মারা গেলেন বাবা জামিন নিয়ে পদত্যাগ করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম শেখ হাসিনার শাসনামল ছিল দুর্নীতি ও স্বৈরশাসন সহিংসতায় ভরা কক্সবাজারে মার্কিন নাগরিককে শ্রীলতাহানি অভিযোগে এক যুবক গ্রেফতার সুনামগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু সাত মাস পর অভিনেত্রী তানজিন তিশার সহকারীর মরদেহ উত্তোলন গাজায় খাবার ও মানবিক সহায়তা বন্ধ করে দেয়ায় পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

আলাদা আলাদা অনুদান দেবে সরকার ও জুলাই ফাউন্ডেশন

প্রতিনিধির / ৭৯ বার
আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তারেকুল ইসলাম বলেন, আহতদেরকে চিকিৎসা খরচসহ সরকার এককালীন ভাতা প্রদান করবে। তাদের এককালীন অনুদান হবে সর্বোচ্চ চার লাখ টাকা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারকে প্রথমত এককালীন ৮ লাখ টাকা দেয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি। যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে সরকারের পক্ষ থেকে যে অনুদান বা সহযোগিতা দেয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব বলেন, যাদেরকে দেশের বাহিরে নেয়া দরকার তাদেরকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শহীদ পরিবারের জন্য মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকা ভাতা দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এসময় তিনি বলেন, ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ নামে যেটি গঠন করা হয়েছে সেটি সরকারের থেকে আলাদা হয়ে কাজ করবে। সরকারের সাথে এটির কোনো সংযোগ নেই। তাদের অনুদান ও সহযোগিতার ধরন আলাদা।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) যমুনায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র প্রথম অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে আন্দোলনে শহীদদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ