শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিশানায়েকের শপথ

প্রতিনিধির / ৭২ বার
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি অনুড়া কুমারা দিশানায়েকে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আত্মস্বীকৃত মার্কসপন্থি অনুড়া কুমারা দিশানায়েকে প্রতিনিধিত্ব করছেন পিপলস পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি)। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন তিনি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর রোববার ৫৫ বছর বয়সী দিশানায়েকে বলেন, তার এই বিজয় বহু লোকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। দীর্ঘ এই সংগ্রামের পেছনে রয়েছে বহু লোকের ঘাম, অশ্রু ও জীবনদানের মতো ঘটনা। তিনি আরও বলেন, আজ আমরা শ্রীলঙ্কার নতুন ইতিহাস রচনার জন্য একত্রিত হয়েছি।

এক সময়ের প্রান্তিক রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই ব্যক্তির দল দুটো ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, যার ফলে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল। ২০২২ সালে দেশটির অর্থনৈতিক মন্দার পর থেকে সাধারণ শ্রীলঙ্কাবাসীর ওপর নেমে আসা কষ্টের কারণে এই নেতার প্রতি সমর্থন বাড়তে থাকে।

১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটির প্রথম দফাতেই বিজয়ী নির্ধারিত হয়েছে। এবারই প্রথম ‍নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো। দেশটির নির্বাচন কমিশন বলেছে, শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন ছিল এটি। এরপরও শনিবার রাতের দিকে ‘জননিরাপত্তার’ জন্য কারফিউ ঘোষণা করেছিল পুলিশ।

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মার্কিন পররাষ্ট্র দফতর।

উল্লেখ্য, ২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। তখন ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর এই প্রথম দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ভোট দিয়েছেন এক কোটি ৭০ লাখেরও বেশি ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ