শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি শেষ রায় আগামীকাল

প্রতিনিধির / ৪৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জিয়া ওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে আজ। এ বিষয়ে বুধবার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডঃ সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়।

এই মামলায় খালেদা জিয়াসহ সকল আসামি আগামীকাল ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবি ব্যারিষ্টার কায়সার কামাল। সকালে আদালতের শুনানি শেষে তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে।তৎকালীন আদালতের বিচারক প্রতিহিংসার অংশ হিসেবে খালেদাকেই বেছে নিয়েছিলেন।

তিনি আরও জানান, খালেদা জিয়া যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য উচ্চ আদালত সাজার রায় বাড়িয়েছিলো। বিগত সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই এমনটা করেছিল বলে জানান কায়সার কামাল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৩ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ