শিরোনাম:
কক্সবাজারের সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সমন্বয়ক এর বাবাকে খুন দামেস্কে ইজরায়েলের বিমান হামলা মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ ফিলিস্তিনের এক শিক্ষার্থীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করায় গাজীপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে তিনজনের মৃত্যু ২৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কারনি গেল তিন মাসে ব্যাংকের হিসাব পেরেছে পাঁচ হাজার কোটি টাকায় মারা গেছেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহী শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন উত্তরপ্রদেশে হোলির আগে ঢেকে দেয়া হয়েছে দশটি মসজিদ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

লামায় তামাক ক্ষেত থেকে ৭জনকে অপহরণ

প্রতিনিধির / ৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে এবং তিনটি খামার বাড়ি থেকে সাতজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যক্তিরা তামাক ক্ষেতে কাজ করত বলে জানা যায়।

অপহৃতরা হলেন- মো. আমিন (৩৫) খামারের মালিক, মো. আলেক্স জোহার (৩৫) শ্রমিক, মো. শফি আলম (৩২) শ্রমিক, মো. সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মো. জাবেদ (২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মো. আবু হানিফ (২১) শ্রমিক।

সূত্র জানায় বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ