শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

মিরপুরে বাটা শোরুমে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

প্রতিনিধির / ৩৪ বার
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

রাজধানীর মিরপুর ৬ নম্বর প্রশিকা মোড়ে বাটা শোরুমে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অনেক বেশি ক্ষতির পরিমান বেশি। একই ভবনে থাকা দুটো রেস্টুরেন্ট ক্ষতির সম্মুখীন। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগতে পারে আগুন। তবে ভবন মালিকের দাবি, শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড।

রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মিরপুরে দোতলা ভবনের নিচতলায় একটি বাটা শো-রুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও কিছুক্ষণ পরপর বের হতে দেখা যায় সাদা-কালো ধোঁয়ার কুণ্ডুলী।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও, ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা। তবে তদন্ত করার পরেই জানা যাবে আসল কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ