বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অপারেল্স লিমিটেড নামের কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সুজন নামের একজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানাটির ম্যানেজার (প্রশাসন) এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত ও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে চালু করে। তারা হয়তো খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হতে হতে স্ট্রিম আউট লাইন ছেড়েছে তখন বিস্ফোরণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ