শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে রেললাইন থেকে এলজিইডি কর্মচারী লাশ উদ্ধার

প্রতিনিধির / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইন থেকে সানোয়ার হায়দার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স তার ৩২। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ির রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সানোয়ার নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি ভবনে বন্যা প্রকল্পের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে নিজ এলাকায় বিয়ে করেন সানোয়ার হায়দার। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। সপ্তাহ খানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন সানোয়ার। এসময় চট্টগ্রাম থেকে ভুয়াপুরগামী মেইল ট্রেন এলে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। মুহূর্তেই তার মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ