আজ থেকে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার মেক্সিকোর উপর ২৫ শতাংশ, কানাডার উপর ২৫ শতাংশ, এবং চীনের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তবে স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) ট্রাম্প বলেছেন যে কানাডিয়ান তেলের উপর ১০% কম শুল্ক আরোপ করা হবে, যা পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন যে তিনি ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। কারণ ব্লকটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন যে কানাডা এবং মেক্সিকো অবৈধ ফেন্টানাইল সংগ্রহ করে আমাদের দেশে বিতরণ করার অনুমতি দিয়েছে, যা লক্ষ লক্ষ আমেরিকানকে হত্যা করেছে। কারণ, ওই দুটি দেশ থেকে এই মাদক যুক্তরাষ্ট্রে বিতরণ করার অনুমতি দেয়া হয়। এর ফলে মৃত্যু হয়েছে লাখ লাখ ইউএস নাগরিকের। এরই প্রতিক্রিয়ায় এই শুল্ক আরোপ করা হয়েছে।