শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

লিবিয়ার উপকূলে ২০ জনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

লিবিয়ার বেগরা উপকূলে উদ্ধার হওয়া ২০ মরদেহের সবাই বাংলাদেশী হতে পারে বলে ধারণা করেছে স্থানীয় রেড ক্রিসেন্ট। এরই মধ্যে মরদেহ গুলো দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় মরদেহ গুলোতে পচন ধরায় কোন সূত্র তাদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি।

এমনকি মরদেহের তাদের সাথে কোনো নথিও পাওয়া যায়নি। এরইমধ্যে মরদেহগুলো বেগ্রা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে দাফন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৩০ জানুয়ারি অ্যাম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেইজে জানানো হয়, বেগ্রা উপকূলে অন্তত ২০টি মরদেহ ভাসতে দেখা যায়। এরপর এসব মরদেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে জানায় রেড ক্রিসেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ