ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিখোঁজ এর সাত দিন পরে ফসলের ক্ষেতে পুতে রাখা এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে সোমবার সকালে বাড়ির পাশের ওই ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৭শে জানুয়ারি ঐ শিশু নাম তার রিফাত বয়স ১২ নিখোঁজ হয়। সে উপজেলা মির্জাকান্দা গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, একটি ভ্যানগাড়ি ছিনতাইকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে গতকাল রাতে সন্দেহজনক মিরাজ নামে এক যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মিরাজ জানায়, রিফাতের কাছে একটি ভ্যান ছিল। সেই ভ্যান ছিনতাই করতে তাকে গলা কেটে তাকে হত্যা করা হয়।