কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ আগামী ৩০ দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় গতকাল সোমবার শুল্ক আরুপের উপর স্থগিতাদেশ দেয়া হয়। তবে চীনের ওপর এর শুল্ক অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইমবাম বলেছেন তারা ট্রাম্পের চাওয়া অনুযায়ী অভিবাসন এবং মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। যার ফলে মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া ২৫ শতাংশ শুল্ক আগামী ৩০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। মার্কিন সীমান্তে কানাডা নতুন প্রযুক্তি নিরাপত্তা কর্মী মোতায়েনসহ অপরাধ দমন এবং ফেন্টানোল ও অর্থপাচার লড়াই চালিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবেশ এবং মাদকপাচার রোধে মেক্সিকো উত্তরাঞ্চলীয় সীমান্তে ১০ হাজার জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন করবে।
শেইনবাম জানিয়েছেন, তাদের এমন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র মেক্সিকোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র পাচার বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে।