সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ সময় আহত হয়েছে আরো দুইজন। শনিবার সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার রতনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর বয়স ৩৩। আর গোলাপ হোসেনের ছেলে জমির হোসেন বয়স ৩০।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিএনজিটি শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত ২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী জানান, সকালে বাস সিএনজি ও মুখোমুখি সংঘর্ষ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।