ব্যাপক উদ্যগ এবং শঙ্কার পর হামাস ইসরাইল পঞ্চম দফা বন্দী বিনিময় কার্যকর হচ্ছে। আজ শনিবার আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছেন ৩ ইসরাইলি জিম্মি। হামাস প্রকাশীত তালিকা অনুযায়ী ছাড়া পাবে ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছরের ওহাদ বেন আমি এবং ৩৪ বছর বয়সী ওর লেভি।
২০২৩ এর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানে কিবুৎজ বেরি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এলি এবং ওহাদ বেনকে। লেভিকে আটক করা হয়েছিলো নোভা ফেস্টিভ্যাল থেকে। ইসরায়েলের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় ত্রাণ প্রবেশে বাধার অভিযোগ তুলেছে হামাস। এর জেরে মুক্তি পেতে যাওয়াদের তালিকা প্রকাশে বিলম্ব করে তারা।