সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

আগামী রবিবার বরিশালে ট্রফি নিয়ে যাবে চ্যাম্পিয়ন দল

প্রতিনিধির / ২৭ বার
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একাদশ তম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শুক্রবার মেগা ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। এবার চ্যাম্পিয়ন বেসে আগামী রবিবার নিজের শহর বরিশালে যাওয়ার কথা বলেন দলটির অধিনায়ক।

তামিম বলেন, আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।

বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় আয়োজিত হলেও সিলেট ও চট্টগ্রামেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ