ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার সকালে চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মোশারফ হোসেন বয়স ৪৫।
পুলিশ জানায় সোমবার দিবাগত রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি’র মধ্যে হয় দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে । সকালে মোশাররফ নিজের কলা বাগানে কাজ করতে গেলে সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । এতে ঘটনাস্থলেই মারা যায় মোশাররফ । খবর পেয়ে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৬জন আহত হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডাক্তার মাহবুবুল আলম বলেন মোশাররফের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এখন।