গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিজয় বাড়ৈ নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিজয় বাড়ই ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও লেবুতলা গ্রামের বিমল ছেলে। বুধবার দুপুরে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ত থাকায় গ্রেফতার করা হয়।বলেন, আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় ইউপি সদস্য বিজয় বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।