শিরোনাম:
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ভারতের কাছে হোয়াইটওয়াশ হল ইংলিশরা

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত। ৩৫৭ রান তারা করতে নেমে ৩৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানের থামে ইংলিশরা। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ভারত ব্যাটিংয়ে পাঠায় সফরকারি ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তোলে ভারত। ১০২ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন গিল। ৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন আইয়ার। ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন কোহলি। ২৯ বলে ৪০ রান করে আউট হন রাহুল।

ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন লেগ স্পিনার আদিল রশিদ। এছাড়া ৪৫ রান খরচায় ২ উইকেট নেন মার্ক উড।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইংল্যান্ডকে ঝোড়ো সূচনা এনে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে তাদের ক্রিজে স্থায়ী হওয়ার সুযোগ দেননি আর্শদীপ সিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ