মেট্রোরেলে একদিনে চার লাখ যাত্রী পরিবহন করেছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল। তারা জানায় বৃহস্পতিবার মেট্রো রেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩,১৬৪ জন যাত্রী পরিবহন করে। ধন্যবাদ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেয়ায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।