আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগেই ফেভারিট থাকে ভারত। মেন ইন ব্লুদের নিয়ে তাই আলোচনা সমালোচনা চলতে থাকে সমান তালে। এবার দুয়ারে থাকা চ্যাম্পিয়নস ট্রফির ভারত দল নিয়ে সমালোচনায় দেশটির সদ্য সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
৬ কমপ্লিট ব্যাটার, ৪ অলরাউন্ডার, আর ৫ স্পেশালিস্ট বোলার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল গড়েছে টিম ইন্ডিয়া। তবে সমস্যাটা হয়েছে দলে পাঁচজন স্পিনার রাখায়। জাদেজা, আক্সার, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ আর বরুণ চক্রবর্তী, এই পাঁচজনকে দলে নিয়ে দুবাইয়ের মাটিতে খেলতে যাওয়ার হিসাব মেলাতে পারছেন না রবীচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’–এ অশ্বিন ভারতীয় দলে স্পিনারদের আধিক্য নিয়ে অশ্বিন বলেন, আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার দুবাইয়ে নিয়ে যাচ্ছি। ৫ স্পিনারকে দলে জায়গা দিয়েছি, জয়সওয়ালকে বসিয়ে রেখেছি। হ্যাঁ, এটা ঠিক যে বাইরে সফরে গেলে আমরা ৩-৪ জন স্পিনার নিয়ে যাই। কিন্তু দুবাইয়ে ৫ স্পিনার? আমি জানি না। আমার মনে হয়, দুজন না হলেও অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে।