শিরোনাম:
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

ক্যারিয়ারের ৩০০ তম ওয়ানডে ম্যাচ খেলার অপেক্ষায় বিরাট কোহলি

প্রতিনিধির / ১৩ বার
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসে আরেকটি মাইলফলক ধরার অপেক্ষায় বিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে ভারত। এই ম্যাচে মাঠে নামলেই এক রেকর্ডের মালিক হবেন ভিরাট। ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ কোহলির এই মাইলফলক ছোঁয়া।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছিলেন কোহলি, যেখানে তিনি ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন। সবচেয়ে কম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করতে গিয়ে ভেঙে দেন তারই স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ