চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় আরো ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ভর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। পুলিশ বলে, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদকসেবক ও ছিনতাইকারী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন ধরা পড়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
গত শুক্রবার রাতে গাঁজা সেবনে বাধা দেয়ায় এক পুলিশ সদস্যকে মব সৃষ্টি করে মারধর করতে থাকে কিছু যুবক। কেড়ে নেয় সাথে থাকা ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ। আহত পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত।