১৯৯৬ সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় একটি সংলাপ ছিল চাচা হেনা কোথায়। সম্প্রতি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই সংলাপের সঙ্গে মিলিয়ে অনেক করেছে হাস্যরস। অবশেষে সেই হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবানায তাকে খুঁজে পাওয়া গিয়েছে।
অবশেষে হেনার খোঁজ মিলল শিরোনামে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। ভিডিওতে দেখা গেছে, একটি গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাঈমকে জিজ্ঞাসা করেছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ তখন নাঈম বাপ্পারাজকে বলেন, বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস। আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। এরপর ‘না’ বলে চিৎকার দিয়ে নাঈমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলতে থাকেন, ‘আমি বিশ্বাস করি না।
এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি পরিবেশন করেন কয়েকজন। সামনে দিয়ে হেনাকে (শাবনাজ) হেঁটে যেতে দেখা যায়।