চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়ীয়া গ্রাম থেকে আরও ৭টি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এর মধ্যে একটি বোম বিষ্ফোরিত হয়েছে। বাকিগুলো উদ্ধারে কর্মকান্ড শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার গ্রামবাসীর খবরে ঘটনাস্থল ঘিরে রেখেছে দর্শনা থানা পুলিশ ও সেনা সদস্যরা। এদিকে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। দর্শনা এলাকায় একের পর এক বোমা পাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, গতরাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির অদূরে একটি বোমার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ সকালে ওই এলাকায় তল্লাশি চালায়। এসময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরও দুটি বোমার সন্ধান পেয়ে ওই স্থান ঘিরে রাখে। এরপর পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামেও বোমাসদৃশ বস্তুর খোঁজ পাওয়া যায়। সেখানেও পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে আরও ৪টি বোমার সন্ধান পাওয়া গেছে।