গুলশান শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ইশরাফুল আলম সজিব বয়স ৪০। তিনি নদ্দা এলাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। নিহত সজিবের শ্যালক মিজবাউল হক শান্ত বলেন, নিহত সজিব নদ্দা কালাচাঁদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সেখানে নিউ ঢাকা হলিডে নামে ট্রাভেলস এজেন্সির ব্যবসা রয়েছে তার। ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের হাজি ইয়াছিনের ছেলে নিহত সজিব।
মিজবাউল হক শান্ত বলেন, আমার বোন জামাইকে ফোনে না পেয়ে রাত ৮টার দিকে গুলশান থানায় খোঁজ করতে যাই। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পাই। পুলিশ জানায়, শাহজাদপুর এলাকায় আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা যান তিনি।