চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের লাঠিচার্জ ও জল কামান নিক্ষেপ এর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। সেইসঙ্গে রবিবার সকাল দশটার মধ্যে দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা। শনিবার রাতে রাজধানী ঢাকায় রিপোর্টার্স ইউনিটির সামনে এক সংবাদ সম্মেলনে এসব হুশিয়ারি দেন তাড়া।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিনা কারণে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন। এরমধ্যে দুইজন আইসিইউতে চিকিৎসাধীন। এ সময় দ্রুত সময়ে যাদের নেতৃত্বে সমাবেশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তাদের বিচারের দাবির পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা।
এর আগে শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় প্রায় দুই ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়াও কথা জানান আন্দোলনকারীরা।