শিরোনাম:
আরকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জনকে ফেরত আনল বিজিবি লিবিয়া থেকে বাংলাদেশীদের ফেরাতে মার্চের তিনটি বিশেষ ফ্লাইট এর ব্যবস্থা করা হয়েছে পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনের ফলাফল বর্জন জামাত প্রার্থীদের আবারও বিশ্বের সেরা বিজ্ঞানী তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর মেজর সিনহা স্মৃতিফলক স্মরণে উন্মোচন করেছেন সেনাপ্রধান মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে আতঙ্কিত হয়ে সহধর্মিণীর মৃত্যু গাঁজার করিডর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করবে না ইসরাইল প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে লাশ হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেলুন থেকে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান কে আটক করেছে পুলিশ ফতুল্লায় স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্ত্রী
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বোচ্চ রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার

প্রতিনিধির / ২০ বার
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

যশ ইংলিশের অতি মানবীয় সেঞ্চুরির কাছে ম্লান হয়ে গেল ব্যান ডাকতের রেকর্ড করা সেঞ্চুরি। এতে করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের রেকর্ড রান তারা করে জয় তুলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান তুলে টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ রানে ইতিহাস গড়েছিল ইংল্যান্ড। যে ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে উপহার দেন ইংলিশ বেটার ব্যান্ড ডাকেট।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের ১৬৫, জো রুটের ৬৮ ও শেষ দিকে আর্চারের ১০ বলে ২১ রানের ছোট ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংস।

জবাবে অস্ট্রেলিয়া জস ইংলিশের অপরাজিত ১২০, ম্যাথু শর্টের ৬৩, অ্যালেক্স ক্যারির ৬৯, মার্নাস লাবুশানের ৪৭ ও ম্যাক্সওয়েলের ১৫ বলে ৩২ রানের ক্যামিওতে ৫ উইকেট ও ১৫ বল বাকি থাকতে দুর্দান্ত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এটি ছিল ২৭ ওয়ানডেতে জস ইংলিশের প্রথম সেঞ্চুরি।

ইংল্যান্ডের দেয়া পাহাড়সম রান টপকাতে গিয়ে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করতেই বিদায় নেন ট্রাভিস হেড ও অধিনায়ক স্মিথ। হেড ৬ ও স্মিথ ৫ রান করেন। তৃতীয় উইকেটে লাবুশানকে সঙ্গে নিয়ে শর্ট ৯৫ রানের জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন। দলীয় ১২২ রানে লাবুশানে ৪৫ বলে ৪৭ রান করে আদিল রশিদের শিকারে পরিণত হন। এরপর ১৪ রান যোগ করতেই ওপেনার ম্যাথু শর্টকে হারায় অস্ট্রেলিয়া। তার আগে শর্ট ৬৬ বলে ১ ছক্কা ও ৯ চারে ৬৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ