বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। দেশের অর্থনীতির অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা অবনতি, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি শহর একে অপরের নাম ব্যবহার কর সমাজকে অস্থির করার প্রবণতা দেখা যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ মুহুর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশী প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই। যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে। এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাটছি।