গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ব্রাক মোড় এলাকার ঢাকা রংপুর মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল এর সংঘর্ষে জয়ন্ত কুমার রায় নামের এক যুবক নিহত হয়েছে। তার বয়স ৩০ বছর। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।