অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বুধবার ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের কথা রয়েছে। তবে বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সি আর আবরার শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। তার গবেষণার বিষয় রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদি শ্রম অভিবাসী এবং বাংলাদেশে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে।