আধিপত্য বিস্তারের রাজশাহীর পুঠিয়ায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার সকালে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মার একজন অনুসারী ইউপি সদস্য রফিকুল। তার কাছে টিসিবি কার্ডের ভাগ-বাটোয়ারা চায় পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের সমর্থকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রফিকুলকে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থকরা। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিএনপির একাংশ।