গাইবান্ধায় অবৈধভাবে ইটভাতা পরিচালনা করার দায়ে ৫২ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। এর মধ্যে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ১৭ টি , সাদুল্লাপুর উপজেলায় ৯টি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
গত ফেব্রুয়ারি মাসে গাইবান্ধার ছয়টি উপজেলায় বিভিন্ন সময়ে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুণগত মান পরীক্ষণ সাপেক্ষে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ/নবায়ন সাপেক্ষে ইট উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়।
এরপরও যে-সব ইটভাটা লাইসেন্স গ্রহণ/নবায়ন প্রক্রিয়া না করেই উৎপাদন চালু রেখেছিল তাদের বিরুদ্ধে বিএসটিআই আইন ২০১৮-এর ২১ ধারা মোতাবেক গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর নিয়মিত মামলা দায়ের করা হয়।
অভিযানগুলোতে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. তাওহীদ আল আমিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান উপ-পরিচালক মুবিন-উল-ইসলাম।